‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির প্রথম দিনেই অংশগ্রহণ ১.৭৫ লক্ষের বেশি

রাজ্য সরকারের নতুন উদ্যোগ ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির প্রথম দিনেই রাজ্যজুড়ে বিপুল সাড়া। একদিনেই এই শিবিরে অংশগ্রহণ করেছেন ১ লাখ ৭৫ হাজারেরও বেশি মানুষ। আজ, রবিবার, ফের বসছে এই শিবির বিভিন্ন পাড়ায়।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই কর্মসূচিতে জনসাধারণের অংশগ্রহণ দিনে দিনে বাড়বে বলেই আশা করছেন কর্তৃপক্ষ। রাজ্যের প্রতিটি বুথে ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। সেই অর্থ কীভাবে ব্যয় হবে, তা নির্ধারণ করবেন স্থানীয় বাসিন্দারাই।

প্রথম ধাপে প্রায় ২৭ হাজার ‘জনতার দরবার’ শিবির আয়োজিত হবে, যার মাধ্যমে প্রায় ৮ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি শিবিরে উপস্থিত থাকবেন সরকারি আধিকারিকরা, যাঁরা প্রস্তাবিত প্রকল্পে শংসাপত্র দিয়ে অনুমোদন দেবেন।

এর পাশাপাশি থাকছে ‘দুয়ারে সরকার’-এর পরিষেবাও, যেখানে নাগরিকেরা তাঁদের ব্যক্তিগত সমস্যা ও অভিযোগ নিয়ে সুরাহা পেতে পারবেন। এই কর্মসূচি আগামী ২ নভেম্বর পর্যন্ত চলবে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক