প্রথম পাতা খবর অক্ষয়তৃতীয়ায় দ্বারোদ্ঘাটনের পর উপচে পড়া ভিড়, দিঘার জগন্নাথ মন্দিরে ১০ লক্ষেরও বেশি পুণ্যার্থী

অক্ষয়তৃতীয়ায় দ্বারোদ্ঘাটনের পর উপচে পড়া ভিড়, দিঘার জগন্নাথ মন্দিরে ১০ লক্ষেরও বেশি পুণ্যার্থী

298 views
A+A-
Reset

গত বুধবার অক্ষয়তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দ্বারোদ্ঘাটন হয়েছিল দিঘার জগন্নাথ মন্দিরের। আর তারপর থেকেই উপচে পড়ছে পুণ্যার্থীর ঢল। শনিবার ইসকন কলকাতার মুখপাত্র রাধারমণ জানান, মাত্র সাড়ে তিন দিনেই মন্দিরে গিয়েছেন ১০ লক্ষের বেশি পুণ্যার্থী।

রাধারমণের দাবি অনুযায়ী, উদ্বোধনের দিনেই ভিড় ছিল প্রায় ২ লক্ষ। পরদিন আরও বেড়ে হয় ৫ লক্ষের বেশি। শুক্রবার ও শনিবার মিলিয়ে সংখ্যা পৌঁছেছে ১০ লক্ষের গণ্ডি ছাড়িয়ে।

মন্দির খোলা থাকছে সকাল ৬টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত। রাধারমণ জানিয়েছেন, প্রতিদিন মন্দিরে ৫৬ ভোগ অর্পণ করে তা বিতরণ করা হচ্ছে পুণ্যার্থীদের মধ্যে। প্রণামীর জন্য রয়েছে নির্দিষ্ট বাক্স।

প্রচণ্ড ভিড় সামলাতে জোরদার ব্যবস্থা করেছে রাজ্য পুলিশ, সিভিক ভলান্টিয়ার এবং ইসকনের স্বেচ্ছাসেবকেরা। মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে ইসকনের হাতে। দেখভালের জন্য গঠন করা হচ্ছে একটি ট্রাস্টও।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.