প্রথম পাতা খবর বালুচিস্তানে ট্রেন হাইজ্যাক: শতাধিক যাত্রী উদ্ধার, জঙ্গিদের সঙ্গে সেনার লড়াই অব্যাহত

বালুচিস্তানে ট্রেন হাইজ্যাক: শতাধিক যাত্রী উদ্ধার, জঙ্গিদের সঙ্গে সেনার লড়াই অব্যাহত

251 views
A+A-
Reset

পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে জঙ্গিদের হাইজ্যাক করা ট্রেন থেকে শতাধিক যাত্রীকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনটি মাশকাফ টানেল এলাকায় হামলার শিকার হয়। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে।

বুধবার সকালে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, এ পর্যন্ত ১৫৫ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং অভিযানের সময় ২৭ জন জঙ্গি নিহত হয়েছে। তবে বিএলএ দাবি করেছে, তারা এখনো ২১৪ জন যাত্রীকে বন্দি করে রেখেছে এবং অন্তত ৩০ জন নিরাপত্তাকর্মীকে হত্যা করেছে। পাকিস্তান সরকার এখনো এই সংখ্যা নিশ্চিত করেনি।

মঙ্গলবার সন্ধ্যায়, পাহাড়ঘেরা গুদালার ও পিরু কুনরি অঞ্চলের কাছে ট্রেনটি পৌঁছালে জঙ্গিরা প্রথমে রেললাইন বিস্ফোরণে উড়িয়ে দেয় এবং পরে ট্রেনটিতে গুলি চালায়। ট্রেনে মোট ৪২৫ জন যাত্রী ছিলেন, যার মধ্যে ৮০ জন সেনা সদস্য বলে জানা গেছে।

বিএলএ এক বিবৃতিতে জানিয়েছে, তারা ৪৮ ঘণ্টার মধ্যে রাজনৈতিক বন্দিদের মুক্তি, নিখোঁজ কর্মীদের ফেরত এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। দাবি পূরণ না হলে তারা সেনাসদস্যদের হত্যা করবে এবং ট্রেনটিকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে বলে হুমকি দিয়েছে।

নিরাপত্তা বাহিনী হেলিকপ্টার এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করে অভিযানে নেমেছে। ইতিমধ্যেই ১০৪ জনকে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ১৭ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

এদিকে, পাকিস্তান রেলওয়ে কোয়েটা ও পেশোয়ার স্টেশনে জরুরি তথ্য কেন্দ্র খুলেছে, যেখানে উদ্বিগ্ন স্বজনরা তাদের প্রিয়জনদের খোঁজ নিতে ভিড় জমাচ্ছেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.