পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২১ মার্চ লন্ডন সফরে রওনা দেবেন। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই এই সফরের অনুমোদন দিয়েছে। সাত দিনের সফরে তিনি দুবাই হয়ে লন্ডন পৌঁছাবেন।
লন্ডনে তাঁর কর্মসূচি বেশ ব্যস্ত থাকবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সেখানে ছাত্রছাত্রী ও গবেষকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। পশ্চিমবঙ্গের উন্নয়ন, কন্যাশ্রী প্রকল্প এবং পর্যটন, সংস্কৃতির মতো বিষয় উঠে আসবে তাঁর বক্তব্যে।
এছাড়া, তিনি এক গুরুত্বপূর্ণ শিল্পবৈঠকে অংশ নেবেন, যেখানে পশ্চিমবঙ্গের বিনিয়োগবান্ধব পরিবেশ তুলে ধরবেন। শিল্পপতিদের রাজ্যে বিনিয়োগের বিষয়ে আগ্রহী করে তোলাই এই সফরের অন্যতম লক্ষ্য। ফেব্রুয়ারিতে কলকাতায় অনুষ্ঠিত বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের সাফল্যও এই বৈঠকে তুলে ধরা হতে পারে।
শিল্প বিনিয়োগের পাশাপাশি, পশ্চিমবঙ্গ ও ব্রিটেনের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক দৃঢ় করাও এই সফরের উদ্দেশ্য। ২০২৩ সালে স্পেন ও দুবাই সফরের মতো এবারও শিল্পোন্নয়নে জোর দেবেন মুখ্যমন্ত্রী। ২৯ মার্চ তিনি কলকাতায় ফিরবেন।