প্রবল বৃষ্টিতে ব্রাজিলে মৃত শতাধিক, নিখোঁজ বহু

ব্রাজিলে লাগাতার প্রবল বৃষ্টির কারণে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা ও মৃত্যু মিছিল। মৃত শতাধিক এবং এখনও নিখোঁজ বহু মানুষ।

ব্রাজিলের পেট্রোপলিস শহর এখন যেনো একটা আস্ত ধ্বংস স্তুপ। এই শহরে প্রবল বৃষ্টির কারণে সৃষ্টি হওয়া কাদার স্রোতে ভেসে মৃত কমপক্ষে ১০৪ জন। এছাড়াও নিখোঁজ বহু স্থানীয় মানুষ।

সারা শহর ঢেকেছে কাদার স্রোতে। শহরের বেশিরভাগ ঘরবাড়িও এই মুহূর্তে কাদার তলায় চাপা পড়েছে। এছাড়া কাদায় ভেসে গিয়েছে বহু গাড়িও।

মঙ্গলবার ব্রাজিলের এই শহরে মুষলধারে বৃষ্টি নামে আর এক নাগাড়ে চলতে থাকে। এই ভয়াবহ বৃষ্টিতে কার্যত বিধ্বস্ত গোটা পেট্রোপলিস শহর। এই মুহূর্তে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সুন্দর সাজানো গোছানো এই শহর ও তার রাস্তা গুলি। এই ভয়াবহ ঘটনায় আতঙ্কের ছাপ অত্যন্ত স্পষ্ট স্থানীয় মানুষদের চোখে-মুখে। পরিস্থিতি মোকাবিলায় নেমেছে দমকল ও সেনা। এখনও বহু জায়গায় কাদার স্তর রয়েছে।

Related posts

সপ্তমীতে স্বস্তি, তবে নবমী-দশমীতে ফের ভিজতে পারে পুজো

বিজয়ের সভায় পদপিষ্টে মৃত ৩৯, তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?