প্রথম পাতা খবর চিরঘুমে পদ্মশ্রী প্রাপ্ত জনদরদী চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়

চিরঘুমে পদ্মশ্রী প্রাপ্ত জনদরদী চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়

326 views
A+A-
Reset

চিরঘুমে পদ্মশ্রী প্রাপ্ত জনদরদী চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়। বোলপুরের বিধায়ক ছিলেন একসময় এই চিকিৎসক। বোলপুরে ‘এক টাকার ডাক্তার’ নামেই খ্যাত ছিলেন ডঃ সুশোভন বন্দ্যোপাধ্যায়। গরিব মানুষের সাহায্যার্থে এক টাকায় চিকিৎসা করতেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগের কারণে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ সকাল ১১ টা ২৫ মিনিট নাগাদ মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

একসময়ে বোলপুরের বিধায়ক ছিলেন ডাঃ সুশোভন বন্দোপাধ্যায়। মানুষের সেবাই ছিল তাঁর ব্রত। গরিব মানুষের উপকারে মাত্র এক টাকায় চিকিৎসা করতেন তিনি। ফলে বোলপুর তো বটেই, গোটা বাংলায় ‘এক টাকার ডাক্তার’ নামেই প্রসিদ্ধ ছিলেন সুশোভনবাবু। তাঁর মৃত্যুতে শোকের ছায়া।

গতবছর ২০২১ সালে দেশের যে ১০২ জন পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন, তাঁরা প্রত্যেকেই কোনও না কোনও নজির সৃষ্টি করার জন্য এমন রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত হয়েছেন। এমনই ১০২ জন পদ্মশ্রী প্রাপকদের মধ্যে ছিলেন বীরভূমের চিকিৎসক ডাঃ সুশোভন বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন :

বাংলার কোচ হিসাবে সম্ভবত দায়িত্ব নিতে চলেছেন লক্ষ্মীরতন শুক্লা

মাঙ্কিপক্সের ৩ উপসর্গে উদ্বেগ বাড়াচ্ছে বিশেষজ্ঞদের

অন্যায়কে আমি সমর্থন করি না: মমতা

‘বঙ্গবিভূষণ’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চাঁদের হাট

আজ থেকে লোকাল ট্রেনের প্রতিটি কোচে বসছে টিভি

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.