Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
পুঞ্চে যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তান সেনাবাহিনীর, ভারতীয় সেনাবাহিনীর পাল্টা জবাবে ব্যাপক হতাহতের ঘটনা! - NewsOnly24

পুঞ্চে যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তান সেনাবাহিনীর, ভারতীয় সেনাবাহিনীর পাল্টা জবাবে ব্যাপক হতাহতের ঘটনা!

জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণরেখায় (এলওসি) পাকিস্তান সেনা বিনা উসকানিতে গুলি চালিয়ে সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে। বুধবার পাকিস্তানের এই আচরণের পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা, যার ফলে শত্রুপক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিরাপত্তা বাহিনী সূত্রে জানানো হয়েছে।

পাকিস্তানের পক্ষ থেকে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা স্পষ্ট নয়। তবে সূত্রের দাবি, “ভারতীয় সেনার পাল্টা জবাবে শত্রুপক্ষের ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে।” যদিও ভারতীয় সেনা এই তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা অস্বীকার করেনি।

পাকিস্তান সেনা কৃষ্ণা ঘাটি সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে। এই ঘটনার এক দিন আগে আখনূর সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে সন্দেহভাজন জঙ্গিদের পেতে রাখা আইইডি বিস্ফোরণে এক সেনা কর্মকর্তা-সহ দুই ভারতীয় সেনা নিহত হয়েছিলেন।

উল্লেখযোগ্য বিষয় হল, ভারত ও পাকিস্তান ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি সংঘর্ষবিরতি চুক্তি নবীকরণ করার পর থেকে নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা বিরল হয়ে উঠেছে। তবে গত সপ্তাহে সীমান্তে একাধিক শত্রুপ্রবণ কার্যকলাপের মধ্যে এটি ছিল প্রথম সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনা এবং পাঁচ দিনের মধ্যে চতুর্থবারের মতো সীমান্ত উত্তেজনার ঘটনা।

এদিকে, বুধবার সন্ধ্যায় টারকুন্ডি এলাকায় টহলদারি চালানোর সময় ভারতীয় সেনার এক জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) দুর্ঘটনাবশত একটি স্থলমাইনের ওপর পা রাখেন, যার ফলে তিনি সামান্য আহত হন। মেন্দার এলাকার বাসিন্দা এই অফিসার নিয়ন্ত্রণরেখা বরাবর সন্ত্রাসী অনুপ্রবেশ ঠেকানোর জন্য টহলদারির দায়িত্বে ছিলেন। আহত সেনাকে দ্রুত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সাম্প্রতিক ঘটনার পর নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি যথেষ্ট উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে বলে জানিয়েছেন নিরাপত্তা আধিকারিকরা।

Related posts

নজরে বাঁকুড়া, ১৫ হাজার চাকরির বার্তা অভিষেকের

ভোটের আগে বাংলার মন পেতে হাতিয়ার রেল, উত্তরে অমৃত ভারত সব ছ’টি ট্রেন ঘোষণা

এসআইআর শুনানিতে প্রযুক্তির দাপট, ক্ষোভ মমতার, ফের জ্ঞানেশকে চিঠি