তোষাখানা মামলায় তিন বছরের কারাদণ্ডের পর শনিবার গ্রেফতার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। আদালত তাকে বেআইনি ভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির জন্য দোষী সাব্যস্ত করে, যা তোষাখানা দুর্নীতি মামলা হিসেবে পরিচিত। একই সঙ্গে, পাঁচ বছরের জন্য রাজনীতি থেকেও অযোগ্য ঘোষণা করা হয়েছে ইমরানকে।
শুনানির সময় আদালতে ছিলেন না ইমরান খান। তাই সাজা ঘোষণার পরপরই, পাকিস্তান পুলিশ তাঁর বাসভবন থেকে গ্রেফতার করে তাঁকে।
পাকিস্তান টিভি-র খবরে জানানো হয়েছে, “বিচারক হুমায়ুন দিলাওয়ার ঘোষণা করেছেন যে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে।” সাজা ঘোষণার পর তাঁকে পঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের জামান পার্ক এলাকার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খানের বিরুদ্ধে ১৫০টিরও বেশি মামলা রয়েছে। অন্য দিকে, ইমরান খান অভিযোগ করেছেন যে মামলাগুলি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এ দিনের গ্রেফতারের বিষয়ে, ইমরান খানের আইনজীবীরা জানিয়েছেন, তাঁরা অবিলম্বে একটি আপিল দায়ের করবে।