প্রথম পাতা খবর নিজেদের মিসাইলে নিজেদেরই অস্ত্রাগার উড়ল পাকিস্তানে!

নিজেদের মিসাইলে নিজেদেরই অস্ত্রাগার উড়ল পাকিস্তানে!

285 views
A+A-
Reset

রবিবার একের পর এক জোরাল বিস্ফোরণে বারবার কেঁপে উঠল পাকিস্তানের শিয়ালকোট এলাকার মাটি। জানা গিয়েছে, এদিনের এই ভয়াবহ বিস্ফোরণের অকুস্থল ছিল পাঞ্জাব প্রদেশের সেনা ক্যান্টনমেন্ট এলাকা।

পাকিস্তানি সংবাদ মাধ্যম সূত্রের খবর, এদিন আসলে ‘সেম সাইড গোল খেয়েছে পাকিস্তানি সেনা ‘। কারণ হিসেবে উঠে আসছে পাক সেনার ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

সেনা সূত্রে জানা গিয়েছে, এদিন পাকিস্তানি সেনা তাদের সদ্য চিন থেকে আমদানি করা ‘জে-১০ সি’ বোমারু বিমান থেকে পিএল-১৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছিল। কিন্তু ক্ষেপণাস্ত্রটি নিয়ন্ত্রণ হারিয়ে লক্ষ্যভ্রষ্ট হয় এবং সোজা গিয়ে পড়ে পাকিস্তানের শিয়ালকোট সেনা অস্ত্রাগারের উপর।

এমন মনে করার কারণ হিসেবে উঠে আসছে একের পর এক প্রচন্ড বিস্ফোরণের শব্দ। বলা হচ্ছে, ওই ক্ষেপণাস্ত্র পাক অস্ত্র ভাণ্ডারে আঘাত করেছে বলেই ঐভাবে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছে গোটা এলাকা।

এই ঘটনায় সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়, জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। তবে যেভাবে বিস্ফোরণ হয়েছে, তাতে বেশ বড়সড় ক্ষতির আশঙ্কাই করা হচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.