চলমান যুদ্ধ ও অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পাকিস্তান ফের আন্তর্জাতিক বন্ধু দেশ ও সংস্থাগুলোর কাছে ঋণের আবেদন জানিয়েছে। ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় শুধু ভূ-রাজনৈতিক টানাপোড়েন নয়, পাকিস্তানের অর্থনৈতিক স্থিতিশীলতাও ভেঙে পড়ছে। দেশটির শেয়ারবাজারে ব্যাপক পতন ঘটেছে এবং বিনিয়োগকারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পাকিস্তানের অর্থনৈতিক বিষয়ক বিভাগ সামাজিক মাধ্যমে জানায়, “যুদ্ধ পরিস্থিতি ও শেয়ারবাজার ধসের মাঝে আমরা আন্তর্জাতিক সহযোগীদের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি। জাতিকে দৃঢ় থাকার অনুরোধ জানানো হচ্ছে।”
এমন পরিস্থিতিতে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য আইএমএফ বোর্ড মিটিংয়ের ঠিক একদিন আগে ভারত ইঙ্গিত দিয়েছে, পাকিস্তানের বেলআউট নিয়ে তারা নিজেদের মত জানাবে। ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিস্রি জানান, “আমাদের নির্বাহী পরিচালক আইএমএফ বোর্ডে ভারতের অবস্থান তুলে ধরবেন। যদিও বোর্ডের সিদ্ধান্ত আলাদা বিষয়, তবে পাকিস্তান সম্পর্কে সবার ধারণা স্পষ্ট থাকা উচিত যারা বারবার তাদের বাঁচাতে পকেট খুলে দেয়।”
তিনি আরও জানান, পাকিস্তানের জন্য আইএমএফ অনুমোদিত ২৪টি বেলআউট প্যাকেজের বেশিরভাগই সফলভাবে সম্পূর্ণ হয়নি।