কলকাতা: রাজ্যের পঞ্চায়েত ভোটে প্রত্যেক জেলায় কেন্দ্রীয় বাহিনী। হাইকোর্টের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে। জানা যাচ্ছে, প্রতি জেলায় মাত্র ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে ২২ জেলার জন্য ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ, প্রতিটি জেলার জন্য ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে কমিশনের তরফে। জেলাপিছু ১ কোম্পানি সিএপিএফ চাওয়া হয়েছে এবং সেই মর্মে রিকুইজিশনও পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। তেমনটাই যদি হয়, তাহলে মাত্র একজন কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বে থাকতে পারে ২৮টি বুথ!
একইসঙ্গে জানা যাচ্ছে, রাজ্য পুলিশের পাশাপাশি রাজ্যের বিশেষ বাহিনী ব্যবহার করা হবে ভোটে। যদিও জেলা প্রতি এক কোম্পানি বাহিনী চাওয়াকে কেন্দ্রীয় বাহিনীর নামে প্রহসন বলেই প্রশ্ন তুলছে বিভিন্ন মহল।
হাইকোর্ট, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও রাজ্য নির্বাচন কমিশন প্রতি জেলায় মাত্র এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী চাওয়ায় আবার কলকাতা হাইকোর্টে যাওয়ার জন্য আঁটঘাঁট বাঁধছে বিজেপি এবং কংগ্রেস। বিরোধীদের দাবি, এটা মোটেই যথেষ্ট নয়। তাই আবার আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে।