প্রার্থী ও এজেন্টদের নিরাপত্তা, গণনাকেন্দ্রেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের

কলকাতা: ভোটগণনা কেন্দ্রে যাতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়, সেই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। শুধু তাই নয়, পাশাপাশি প্রার্থী ও এজেন্টদের নিরাপত্তা দেওয়ার নির্দেশ।

পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী ও তাদের এজেন্টদের নিরাপত্তার দাবিতে মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। মামলাকারীর তরফে জানানো হয়েছে, প্রথমে এ ব্যাপারে কমিশনের কাছে আবেদন জানান তিনি। কমিশন কোনো জবাব না দেওয়ায় গত ২১ জুন হাইকোর্টে মামলা দায়ের করেন।

বুধবার সেই মামলার শুনানিতে রাজ্য নির্বাচন কমিশনকে বিচারপতির নির্দেশ, নিরাপত্তা দিতে হবে সমস্ত প্রার্থী ও তাদের এজেন্টকে। গণনাকেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব দিতে হবে কেন্দ্রীয় বাহিনীকেও।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন