প্রথম পাতা খবর পঞ্চায়েতে দুর্নীতি বরদাস্ত নয়! কড়া নির্দেশিকা মুখ্যমন্ত্রীর

পঞ্চায়েতে দুর্নীতি বরদাস্ত নয়! কড়া নির্দেশিকা মুখ্যমন্ত্রীর

290 views
A+A-
Reset

সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনের আগে জেলা প্রশাসনকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের পঞ্চায়েত স্তরে বিভিন্ন সরকারি কাজে চূড়ান্ত অনিয়মের অভিযোগ বিরোধীদের। বিশেষ করে ১০০ দিনের কাজে সীমাহীন দুর্নীতির অভিযোগ উঠেছে গত কয়েক বছরে। সম্প্রতি কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে ঘুরে গিয়েছে। গ্রামে-গ্রামে ঘুরে তাঁরাও খতিয়ে দেখেছেন ১০০ দিনের কাজের প্রকল্প। এই পরিস্থিতিতে এবার পঞ্চায়েতস্তরে সরকারি কাজ নিয়ে জোরদার তৎপরতা রাজ্য সরকারের। অনিয়ম দেখলেই এফআইআর দায়েরের নির্দেশ।

নবান্নের তরফে সমস্ত জেলা শাসকদের আজ মুখ্যমন্ত্রী একটি কড়া নির্দেশিকা পাঠিয়েছেন। সেখানে কার্যত স্পষ্ট করে দিয়েছেন যে কোনও ধরণের দুর্নীতিকে প্রশয় নয়। শুধু তাই নয়, নির্দেশিকাতে মুখ্যমন্ত্রী জানিয়েছে, পঞ্চায়েতে যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেগুলিতে যে সমস্ত দুর্নীতি হয়েছে তা খুঁজে বের করতে হবে। শুধু তাই নয়, যারা এই কান্ডের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, যে টাকা দুর্নীতি করা হয়েছে সেই টাকা রিকোভারি করতে হবে বলেও স্পষ্ট নির্দেশিকাতে জানিয়ে দিয়েছেন প্রশাসনিক প্রধান।

নগরন্নয়ন মন্ত্রক রাজ্যের বিভিন্ন প্রকল্পে টাকা দিয়ে থাকে। পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পের জন্যেও টাকা দেওয়া হয়ে থাকে। কিন্তু সেই টাকা নিয়ে দুর্নীতি হচ্ছে। এমন অভিযোগ। এভাবে দুর্নীতি চলতে থাকলে আগামীদিনে টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়। ইতিমধ্যে ১০০ দিনের টাকা পাওয়া বন্ধ রাজ্যের। এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনাও পাচ্ছে না টাকা। এমনকি অন্যান্য প্রকল্পের টাকাও প্রায় বন্ধ। আর এরপরেই এই রিপোর্ট সামনে আসার পরেই নড়েচড়ে বসেছে নবান্ন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.