২০১৯-র অগাস্টের পর ২০২২-র মে। আড়াই বছরের ব্যবধান ফের ফাটল আতঙ্ক ফিরল বউবাজারে। মেট্রো প্রকল্পের পাশে একাধিক বাড়ি ছাড়াও এবার ফাটল ধরেছে রাস্তায়। আতঙ্কে এলাকা ছাড়ছেন বাসিন্দারা। মাইকে প্রচার পুলিশের। স্থানীয়দের অন্য জায়গায় সরানোর ভাবনা মেট্রো কর্তৃপক্ষ।
বউবাজারের দুর্গা পিতুরি লেনে ফের ফাটল। বুধবার সকাল থেকে বাড়তে শুরু করে ফাটল। ২-৩ দিন ধরেই কাঁপছিল বাড়ি, দাবি স্থানীয়দের
‘দেওয়াল-বাড়ির মেঝে সবই কাঁপছিল’। দ্রুত বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন সবাই। টানেল বোরিং মেশিন বের করার পর কি এই অবস্থা? মাটি খোঁড়া হচ্ছিল, টানা বৃষ্টিতে মাটি আলগা হয়ে এই পরিস্থিতি? প্রশ্নের উত্তর খুঁজছে মেট্রো কর্তৃপক্ষ।
২০১৯ সালে মেট্রোর কাজ চলাকালীন ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৪০ বাড়ি। পরিস্থিতি এতটাই বিপজ্জনক ছিল যে, বেশ কয়েকটি বাড়ি ভেঙে ফেলতে হয়। ঘরবাড়ি ছেড়ে অস্থায়ী ঠিকানায় যেতে হয় বাসিন্দাদের।