পদ ছাড়লেন পানিহাটি পৌরসভার চেয়ারম্যান মলয় রায়। সোমবার বোর্ড অব কাউন্সিলর্সের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়। যদিও তিনি গোপন ব্যালটে আস্থা ভোটের কথা বলেছিলেন, তাতে আর প্রয়োজন পড়ল না।
মলয় রায় জানান, দল থেকে পদত্যাগ করতে বলা হয়েছিল, তাই তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে তাঁর মন্তব্য, “মাঠ রেডি হয়ে আছে, কারা সেটি বিক্রি করতে চাইছে, সময়মতো চিহ্নিত করা হবে।”
সম্প্রতি সোদপুর অমরাবতী মাঠ বিক্রির পরিকল্পনা নিয়ে বিতর্ক তৈরি হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ১১ মার্চ পদত্যাগের নির্দেশ দেন। প্রথমে তিনি কারণ জানতে চাইলেও ১২ মার্চ মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র পাঠান, যেখানে উল্লেখ ছিল, মুখ্যমন্ত্রীর নির্দেশেই তিনি সরে যাচ্ছেন। পুর আইন অনুযায়ী বোর্ডের বৈঠকে বিষয়টি ওঠে, এবং ভোটাভুটির আগেই পদত্যাগপত্র গৃহীত হয়।
এ নিয়ে বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের অভিযোগ, “জামাইকে ফাঁসানোর ভয় দেখিয়ে চমকাচ্ছে তৃণমূল।”