যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের জেরে স্থগিত থাকা প্রায় ৩০টি বিষয়ের পরীক্ষার নতুন দিন ঘোষণা করা হয়েছে। ২১, ২২ ও ২৮ মার্চ ওই পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কোন বিষয়ের পরীক্ষা কবে হবে, তা পৃথক নোটিসের মাধ্যমে জানানো হবে।
১ মার্চ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে বিক্ষোভের জেরে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেদিন শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় কয়েকজন ছাত্র আহত হন। এর পর বিভিন্ন ছাত্র সংগঠন প্রতিবাদে নামে এবং একাংশ পরীক্ষাও বয়কট করে। মূলত ইঞ্জিনিয়ারিং ও কলা বিভাগের বেশ কিছু পরীক্ষা হয়নি।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত ক্যাম্পাসে এসে পরীক্ষা নিয়ন্ত্রক বোর্ডের সঙ্গে বৈঠক করেন। সেখানেই স্থগিত পরীক্ষার নতুন সূচি চূড়ান্ত হয়। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠক ডাকার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করা হবে বলেও জানিয়েছেন উপাচার্য।