মুম্বাইয়ে ২ নার্সারি পড়ুয়াকে যৌন নিপীড়ন, এফআইআরের জন্য ১১ ঘণ্টা থানায় অপেক্ষা মা-বাবার

মুম্বই: থানের একটি স্কুলে যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে তুমুল বিক্ষোভ। যৌন নিপীড়নের শিকার এক নার্সারি পড়ুয়ার বাবা-মা বলেছেন যে তাঁরা ভয়ঙ্কর কাণ্ড সম্পর্কে প্রথমে কিছুই জানতে পারেননি। যখন একই ঘটনার শিকার অন্য এক পড়ুয়ার মা-বাবা বিষয়টি নিয়ে থানায় অভিযোগের কথা বলেন, তখনই তাঁরা এ বিষয়ে অবগত হন। তবে, থানায় গিয়ে এফআইআরের জন্য ১১ ঘণ্টা তাঁদের অপেক্ষা করতে হয় বলে অভিযোগ উঠেছে।

অভিযোগকারী অভিভাবকের দাবি, প্রথমে নিজের সন্তানকে একটি মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যান, যা যৌন নিপীড়নের বিষয়টি নিশ্চিত করে। এর পর তাঁরা মহারাষ্ট্রের থানে জেলার বদলাপুর শহরে পুলিশের কাছে এফআইআর দায়েরের জন্য যান। সেখানে আরও মর্মান্তিক ঘটনা। এফআইআর দায়ের করতে পুলিশের দীর্ঘ বিলম্ব করে। যেখানে যৌন নিপীড়নটি ১৩ আগস্ট ঘটেছিল, পুলিশ সেই মামলা ১৬ আগস্ট দায়ের করেছিল।

বিরোধী দলগুলি দাবি করেছে, এফআইআর দায়ের করার অনুমতি দেওয়ার আগে তাদের ১১ ঘণ্টা অপেক্ষা করতেও বলা হয়েছিল অভিভাবকদের।

মহারাষ্ট্র বিধানসভার বিরোধীদলীয় নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার অভিযোগ করেছেন, “একটি সাড়ে তিন বছর বয়সী মেয়ে এবং একটু চার বছরের মেয়ের উপর নৃশংসতা করা হয় এবং থানায় অভিযোগ দায়ের করতে গেলে তাঁদের অভিভাবকদের ১১ ঘন্টা অপেক্ষা করতে হয় … কোনো সংবেদনশীলতা অবশিষ্ট আছে কি? আমি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি এবং তাঁকে বলেছি যে এই বিলম্বের জন্য দায়ী মহিলা পুলিশ অফিসারকে অবিলম্বে বরখাস্ত করা উচিত”।

প্রসঙ্গত, দুই নার্সারি যৌন নিপীড়নের ঘটনায় থানেতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। হাজার হাজার বিক্ষোভকারী মঙ্গলবার সকালে বদলাপুরের স্থানীয় ট্রেন স্টেশনে ভিড় করে এবং ট্রেন চলাচলে বাধা দেয়।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক