এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বড় পদক্ষেপ। বুধবার দুপুরে আলিপুরে সিবিআই বিশেষ আদালতে আত্মসমর্পণ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারী ও তাঁর কন্যা অঙ্কিতা অধিকারী। হাজিরা দিয়েই তাঁরা জামিনের আবেদন করেন। আদালত বিকেলে তাঁদের জামিন মঞ্জুর করে।
পরেশ–অঙ্কিতা ছাড়াও আত্মসমর্পণ করেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্য। একই মামলায় পার্থ চট্টোপাধ্যায়, সমরজিৎ আচার্য, পর্ণা বসু-সহ আরও অনেক অভিযুক্ত জামিনের আবেদন করেছিলেন। আদালত তাঁদেরও জামিন মঞ্জুর করে।
প্রসঙ্গত, সম্প্রতি এসএসসির নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দিয়েছে সিবিআই। গত শুক্রবার গ্রুপ সি মামলাতেও আলিপুর আদালতে শেষ চার্জশিট জমা পড়ে। এর আগে একই মামলায় আরও দু’টি অন্তর্বর্তী চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট চারটি চার্জশিট জমা পড়েছে।
সব মামলাতেই মোট ৭৫ জন অভিযুক্তকে আদালতে হাজির হতে বলা হয়েছিল। সেই আবহেই বুধবার আদালতে আত্মসমর্পণ করেন পরেশ অধিকারী ও তাঁর মেয়ে। উল্লেখযোগ্য, এসএসসির প্রকাশিত ‘দাগি অযোগ্যদের তালিকা’-য় ১০৪ নম্বরে রয়েছে অঙ্কিতা অধিকারীর নাম।