বড়দিনের উৎসবে শামিল হতে প্রতি বছরই কলকাতার পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায় ভিড় জমান হাজার হাজার মানুষ। এ বছর যাতে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই লক্ষ্যেই আগেভাগে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করল Kolkata Police। মঙ্গলবার যান চলাচল সংক্রান্ত একটি বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পুলিশের তরফে।
পুলিশ কমিশনার Manoj Kumar Verma-র সই করা ওই বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ২৪ ডিসেম্বর বিকেল ৪টে থেকে ২৫ ডিসেম্বর ভোর ৪টে পর্যন্ত পার্ক স্ট্রিট এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। বুধবার বিকেল থেকেই এই বিধিনিষেধ কার্যকর হবে এবং পরিস্থিতি অনুযায়ী বৃহস্পতিবার ফের তা চালু করা হতে পারে। কতক্ষণ এই নিয়ন্ত্রণ চলবে, তা সিদ্ধান্ত নেবেন ডিসি (ট্রাফিক)।
কোন কোন রাস্তায় নিয়ন্ত্রণ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতভর ভিড়ের কথা মাথায় রেখে এজেসি বসু রোড ধরে উত্তরমুখী, স্ট্র্যান্ড রোড ধরে পূর্বমুখী এবং ধর্মতলা পেরিয়ে দক্ষিণমুখী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রয়োজন অনুযায়ী গাড়িগুলিকে বিকল্প রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হতে পারে।
জওহরলাল নেহরু রোড ও এজেসি বসু রোডের মাঝে শেক্সপিয়র সরণি ধরে পূর্ব থেকে পশ্চিমমুখী একমুখী যান চলাচল হবে।
এ ছাড়াও ওয়ান ওয়ে থাকবে—
- হো চি মিন সরণি (পশ্চিম থেকে পূর্ব)
- মিডলটন স্ট্রিট (ক্যামাক স্ট্রিট থেকে জে এল নেহরু রোড, পূর্ব থেকে পশ্চিম)
- লিটল রাসেল স্ট্রিট (দক্ষিণ থেকে উত্তর)
- ক্যামাক স্ট্রিট (উত্তর থেকে দক্ষিণ, পার্ক স্ট্রিট ও এজেসি বোস রোডের মাঝে)
রয়েড ও ফ্রি স্কুল স্ট্রিট ক্রসিং থেকে পার্ক স্ট্রিটে গাড়ি ঢুকতে পারবে না। একই ভাবে পার্ক স্ট্রিট ও রাসেল স্ট্রিটের মোড়ে ডান দিকে মোড় নেওয়ার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
পরিস্থিতি অনুযায়ী যে কোনও সময়ে ক্যাথিড্রাল রোড সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখছে পুলিশ। বৃহস্পতিবার বিশেষ পরিস্থিতিতে শেক্সপিয়র সরণি, ক্যামাক স্ট্রিট, কিড স্ট্রিট ও ফ্রি স্কুল স্ট্রিটেও যান নিয়ন্ত্রণ করা হতে পারে।
‘নো পার্কিং’ জোন
ভিড় ও যানজট এড়াতে পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, মিডলটন স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিট, কিড স্ট্রিট, রাসেল স্ট্রিট, রয়েড স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড ও উড স্ট্রিটে ‘নো পার্কিং’ জোন ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া বড়দিনে ভারতীয় জাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারামণ্ডল, আলিপুর চিড়িয়াখানা, কালীঘাট মন্দির, ঠনঠনিয়া কালীবাড়ি, বিড়লা মন্দির, মিলেনিয়াম পার্ক ও নিউ মার্কেট এলাকায় গাড়ি রাখার অনুমতি নাও মিলতে পারে।
অতিরিক্ত ১৫০০ পুলিশ, ড্রোন নজরদারি
এ বছর বড়দিনে পার্ক স্ট্রিট এলাকায় ভিড় সামাল দিতে অতিরিক্ত ১৫০০ পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে। ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকরা থাকবেন দায়িত্বে। সাদা পোশাকের পুলিশ, এসবি, মহিলা পুলিশও মোতায়েন থাকবে। বসানো হয়েছে ওয়াচ টাওয়ার, থাকবে ড্রোন নজরদারি, কুইক রেসপন্স টিম ও অ্যাম্বুল্যান্স পরিষেবা।
হেঁটে ঘোরা মানুষের জন্যও বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এক দিক দিয়ে পার্ক স্ট্রিটে প্রবেশ করে সোজা অ্যালেন পার্ক পর্যন্ত যাওয়ার পর অন্য দিক দিয়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এক জায়গায় ভিড় জমে না ওঠে।
অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা
সাম্প্রতিক সময়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে Lionel Messi-র কর্মসূচিকে ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তা মাথায় রেখেই এবার আরও সতর্ক পুলিশ-প্রশাসন। পুলিশের মতে, পার্ক স্ট্রিটে রাস্তা ও ফুটপাথ—দু’টিই ওয়ান ওয়ে থাকায় সেই ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।
কলকাতা পুলিশের আবেদন, সাধারণ মানুষ যেন নির্দেশিকা মেনে চলেন এবং বড়দিনের আনন্দ উপভোগের পাশাপাশি নিরাপত্তার বিষয়েও সচেতন থাকেন।