কলকাতায় আবার ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ

মুক্তারাম বাবু স্ট্রিটে একটি ছ’তলা পুরনো বাড়ির সামনের অংশ হঠাৎ ভেঙে পড়েছে। সংস্কারের কাজ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন এক শ্রমিক, যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার দুপুর ৩টে নাগাদ গিরিশ পার্ক থানার অন্তর্গত ওই বাড়ির একাংশ রাস্তায় ভেঙে পড়ে। সৌভাগ্যক্রমে, পথচারীদের সংখ্যা কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। পুলিশ, পুরসভা ও সিইএসসির কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভগ্নস্তূপ সরানোর কাজ শুরু করেন।

এর আগে, ফেব্রুয়ারিতে বড়বাজারে একটি পুরনো বাড়ির অংশ ভেঙে পড়ে। চলতি বছরেই বাঘাযতীনে একটি ফ্ল্যাট হেলে পড়ার ঘটনা ঘটে। শহরের বিভিন্ন এলাকায় জীর্ণ ভবনগুলোর অবস্থা নিয়ে স্থানীয় বাসিন্দারা পুরসভার ভূমিকায় প্রশ্ন তুলেছেন।

Related posts

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের