প্রথম পাতা খবর মেঘভাঙা বৃষ্টিতে আচমকা বন্যা, বন্ধ হিমাচলের লেহ-মানালি রোডের একাংশ

মেঘভাঙা বৃষ্টিতে আচমকা বন্যা, বন্ধ হিমাচলের লেহ-মানালি রোডের একাংশ

340 views
A+A-
Reset

মানালি: মেঘ বিস্ফোরণে প্রবল বৃষ্টি। আকস্মিক বন্যা পরিস্থিতি। বন্ধ হিমাচলের লেহ-মানালি রোডের একাংশ।

বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, হিমাচলের কুল্লু জেলায় মেঘ বিস্ফোরণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যার পরে ৩ নম্বর জাতীয় সড়কের একটি অংশ যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল।

তবে বুধবার গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাতে রাজ্যে ৬২টি ট্রান্সফরমার সাময়িক ভাবে অকেজো পড়ে। এর ফলে মান্ডিতে ১২টি, কিন্নুরে দুটি এবং কাংড়া জেলার একটি সহ মোট ১৫টি রাস্তা যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়।

যদিও সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে বেশ কিছু সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীদের শুধুমাত্র প্রয়োজনে ভ্রমণ করতে, সাবধানে গাড়ি চালাতে এবং পথে সম্ভাব্য বিপদ সম্পর্কে সচেতন থাকতে বলেছে পুলিশ-প্রশাসন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.