প্রথম পাতা খবর টানা ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়

টানা ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়

283 views
A+A-
Reset

টানা ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল ইডি। সূত্রের খবর তাঁকে সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়ে আবারও জেরা করা হতে পারে।
শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হাজির হন ইডি আধিকারিকেরা। দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ চলে। রাত ১০.৪০ মিনিট নাগাদ প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়িতে হাজির হন আরও কয়েকজন ইডি আধিকারিক। তাঁর বাড়িতে কালো টি শার্ট পরা পুলিশ ঘিরে ফেলে। ছিল কেন্দ্রীয় বাহিনীও।

শনিবার সকালে জিজ্ঞাসাবাদ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন পার্থ। দু’জন চিকিৎসকেও তাঁর বাড়িতে ঢুকতে দেখা যায়। এর আগে শুক্রবার পার্থর আইনজীবী অনিন্দ্য রাউত আসেন তাঁর বাড়িতে।

সূত্রে খবর, একাধিক প্রশ্নের সদুত্তর দিতে পারেননি পার্থ তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে। শিল্পমন্ত্রীর গ্রেফতারির পর তাঁর বাড়ি থেকে বেরিয়ে আসেন পার্থর আইনজীবী অনিন্দ্য রাউত। তিনিই বলেন, ’’পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। আমরা আশা করি আজই তাঁকে আদালতে পেশ করা হবে।’’

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.