হাইকোর্টের নির্দেশে অবশেষে নিজাম প্যালেসে পার্থ চট্টোপাধ্যায়

হাইকোর্টের নির্দেশে অবশেষে নিজাম প্যালেসে পার্থ চট্টোপাধ্যায়। নির্ধারিত সময়ের আগেই CBI দফতরে পৌঁছলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।
রাজ্যের মন্ত্রীর আবেদন ফিরিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ৷ ফলে সন্ধে ছ’টার মধ্যে কোনও আইনি রক্ষাকবচ জোগাড় করতে না পারলে আজই সিবিআই দফতরে হাজিরা দিতে হত প্রাক্তন শিক্ষামন্ত্রীকে৷ সেই মতোই ঠিক বিকেল ৫.৪০ মিনিটে নিজাম প্যালেসে, সিবিআই-এর অফিসে পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিকে, পার্থ চট্টোপাধ্যায় পৌঁছানোর আগেই বেনজির নিরাপত্তায় ঢেকে ফেলা হয় নিজাম প্যালেস চত্বর।

তাৎপর্যপূর্ণভাবে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে কোনওরকম আইনি রক্ষাকবচ নেই। অর্থাৎ, জিজ্ঞাসাবাদের পর সিবিআই (CBI) চাইলে তাঁকে গ্রেপ্তারও করতে পারে। সিবিআই সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুর্নীতি দমন শাখা পার্থবাবুকে জিজ্ঞাসাবাদ করবেন।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক