হাইকোর্টের নির্দেশে অবশেষে নিজাম প্যালেসে পার্থ চট্টোপাধ্যায়। নির্ধারিত সময়ের আগেই CBI দফতরে পৌঁছলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।
রাজ্যের মন্ত্রীর আবেদন ফিরিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ৷ ফলে সন্ধে ছ’টার মধ্যে কোনও আইনি রক্ষাকবচ জোগাড় করতে না পারলে আজই সিবিআই দফতরে হাজিরা দিতে হত প্রাক্তন শিক্ষামন্ত্রীকে৷ সেই মতোই ঠিক বিকেল ৫.৪০ মিনিটে নিজাম প্যালেসে, সিবিআই-এর অফিসে পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায়। এদিকে, পার্থ চট্টোপাধ্যায় পৌঁছানোর আগেই বেনজির নিরাপত্তায় ঢেকে ফেলা হয় নিজাম প্যালেস চত্বর।
তাৎপর্যপূর্ণভাবে এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে কোনওরকম আইনি রক্ষাকবচ নেই। অর্থাৎ, জিজ্ঞাসাবাদের পর সিবিআই (CBI) চাইলে তাঁকে গ্রেপ্তারও করতে পারে। সিবিআই সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুর্নীতি দমন শাখা পার্থবাবুকে জিজ্ঞাসাবাদ করবেন।