Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কারও দু’টো বৌ থাকতে পারে, আর আমার একটা বান্ধবী থাকতে পারে না? অর্পিতা প্রসঙ্গে মুখ খুললেন পার্থ! - NewsOnly24

কারও দু’টো বৌ থাকতে পারে, আর আমার একটা বান্ধবী থাকতে পারে না? অর্পিতা প্রসঙ্গে মুখ খুললেন পার্থ!

দীর্ঘ সাড়ে তিন বছর পর জেল থেকে মুক্তি পেয়ে আলোচনার কেন্দ্রে আবারও পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী এবার সরাসরি মুখ খুললেন তাঁর ‘বিশেষ সম্পর্ক’ নিয়ে। বুধবার সংবাদমাধ্যমের সামনে স্বীকার করলেন— অর্পিতা মুখোপাধ্যায় তাঁর বান্ধবী।

২০২২ সালে ইডি-র হাতে গ্রেফতারের পর থেকেই অর্পিতা ও পার্থের সম্পর্ক নিয়ে তুমুল বিতর্ক হয়। অর্পিতার ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার হয়, যা নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত বলে অভিযোগ। তবে জেল থেকে বেরিয়ে পার্থ স্পষ্ট জানিয়েছেন, “আমার বাড়ি থেকে কোনও টাকা উদ্ধার হয়নি। অর্পিতার বাড়ি থেকে পাওয়া গেছে, তার উত্তর তিনিই দেবেন।”

তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার হয়েছে। সংবাদমাধ্যম রং চড়িয়ে অর্পিতাকে অসম্মান করেছে। একজন মহিলা যদি আমার সঙ্গে পারিবারিক বন্ধুত্ব রাখতে চান, তাতে কারও আপত্তি থাকার কথা নয়।”

নিজের স্ত্রীর মৃত্যুর পর অন্য কোনও সম্পর্ক নিয়ে সমাজের আঙুল তোলাকে ‘অন্যায়’ বলেই মনে করেন পার্থ। “আমার স্ত্রী প্রয়াত। তার পরে যদি কেউ বন্ধুত্ব করতে চান, তাতে আপত্তি কোথায়? অর্পিতা শুধু আমার বান্ধবী নয়, তিনি একজন অভিনেত্রী, ৩০–৩৫টি ওড়িয়া ছবিতে কাজ করেছেন।”

এখানেই থামেননি পার্থ। শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কের উদাহরণ টেনে বলেন, “কারও দু’টো বৌ থাকতে পারে, আর আমার একটা বান্ধবী থাকতে পারে না? যাঁর বৌ আছে, তাঁর বান্ধবী থাকলে আমার কেন থাকবে না?”

দুর্নীতির অভিযোগে সাফাই

নিয়োগ দুর্নীতি মামলায় নিজের নির্দোষ দাবি করে পার্থ বলেন, “আমি দীর্ঘ সময় শিক্ষামন্ত্রী ছিলাম। তখন তো কেউ দুর্নীতির কথা বলেননি। আমি সরে যাওয়ার পরেই হঠাৎ এত অভিযোগ উঠল কেন? বেনিয়ম হতে পারে, কাজের ত্রুটি হতে পারে— কিন্তু দুর্নীতি নয়।”

অর্পিতার প্রতিক্রিয়া: “বন্ধুত্বে লজ্জার কিছু নেই”

অর্পিতা মুখোপাধ্যায়ও সংবাদমাধ্যমে পার্থের মন্তব্যে সায় দিয়েছেন। তিনি বলেন, “যদি উনি আমাকে বান্ধবী বলেন, আমি তো বন্ধু বলে মানবই। বন্ধুত্বে কোনও অসুবিধা নেই, এটা পরকীয়া নয়। বান্ধবী থাকা অন্যায় নয়।”

তবে পার্থর সঙ্গে তাঁর সম্পর্ক ‘বন্ধুর চেয়ে বেশি কি না’, সে প্রশ্নের উত্তর দিতে এড়িয়ে যান অর্পিতা।

রাজনৈতিক প্রেক্ষাপট

পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে তৃণমূল থেকে সাসপেন্ডেড। তবুও তিনি জানিয়েছেন, “আমি এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বাসী।” মঙ্গলবার বাড়ি ফেরার পর তিনি দলনেত্রীকে একটি চিঠিও পাঠিয়েছেন, যেখানে নিজের স্থগিতাদেশের নিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন।

জেল থেকে বেরিয়েই একদিকে নিজের ভাবমূর্তি পুনর্গঠনের চেষ্টা, অন্যদিকে অর্পিতা বিতর্কে সরাসরি অবস্থান— দু’দিক সামলাতে মরিয়া এই প্রাক্তন মন্ত্রী আবারও শিরোনামে উঠে এলেন।

Related posts

বিহার নির্বাচনে ভরাডুবির দায় স্বীকার করলেন প্রশান্ত কিশোর, ২০ নভেম্বর পালন করবেন নীরব উপবাস

রাজ্যজুড়ে হালকা শীতের আমেজ বজায়, ২২ তারিখের পর বৃষ্টির সম্ভাবনা

রাজনৈতিক চাপের মুখে পড়ে অসমেও ‘বিশেষ সংশোধন’! কমিশন ‘SR’ বললেও বকলমে ‘SIR’ বলছে বিরোধীরা