শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় আইনি স্বস্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার আলিপুরে সিবিআই বিশেষ আদালতে নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় তিনি জামিন পেয়েছেন।
তবে জামিন পেলেও এখনই মুক্তি মিলছে না প্রাক্তন মন্ত্রীর। কারণ, প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত আর এক সিবিআই মামলাতেও পার্থ অন্যতম অভিযুক্ত। ফলে আপাতত জেলেই থাকতে হবে তাঁকে।
আদালতে এ দিন শুধু পার্থই নন, নিয়োগ মামলায় অভিযুক্ত আরও কয়েকজনও জামিন পেয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী।
যদিও সিবিআইয়ের তরফে জামিনের আবেদনের বিরোধিতা করা হয়। তদন্তকারী সংস্থার দাবি ছিল, প্রতিটি নিয়োগ মামলার চরিত্র আলাদা এবং এই দুর্নীতি সমাজে গভীর প্রভাব ফেলেছে। তাই অভিযুক্তদের জামিন দেওয়া উচিত নয়। কিন্তু শেষমেশ আদালত অভিযুক্তদের জামিন মঞ্জুর করে।
উল্লেখ্য, আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছিলেন পার্থ। তবে সংশ্লিষ্ট সিবিআই মামলায় এখনও জামিন মেলেনি। সেই বিচারাধীন মামলার মধ্যেই নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সাত হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর হয়েছে।