পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি, স্থানান্তরিত হলেন কার্ডিওলজি আইসিসিইউ-তে

প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি আইসিসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ২০ জানুয়ারি তাঁকে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে হাসপাতালে আনা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মেডিক্যাল বোর্ডের বৈঠকে তাঁর শারীরিক অবস্থা নিয়ে আলোচনা হয়। পার্থ চট্টোপাধ্যায়ের রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়েছে, পটাশিয়াম ও সোডিয়ামের মাত্রা ওঠানামা করছে, হিমোগ্লোবিন কম রয়েছে। বৃহস্পতিবার দুপুরে বুকে ব্যথা অনুভব করলে ইসিজি করা হয় এবং অবস্থার অবনতি দেখে তাঁকে আইসিসিইউ-তে স্থানান্তরিত করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর হৃদযন্ত্রের সমস্যা বাড়ছে, তাই জরুরি ভিত্তিতে রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে