পার্থ চট্টোপাধ্যায়কে বসানো হল তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতির পদে

তৃণমূলে পদোন্নতি ঘটল পার্থ চট্টোপাধ্যায় এর। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এর সর্বভারতীয় সহ সভাপতির পদে বসানো হল রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও।

তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফেই পার্থ চট্টোপাধ্যায়কে তাঁর এই নতুন পদ প্রাপ্তির কথা জানানো হয়েছে বলে জানা গিয়েছে।

একদিন আগেই তৃনমূলের নতুন জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে নতুন করে গড়ে তোলা জাতীয় কমিটি ঘোষণা করেন পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের সহ সভাপতি হিসেবে ঘোষণা করা হয় যশবন্ত সিন্‌হা, চন্দ্রিমা ভট্টাচার্য এবং সুব্রত বক্সীর নাম।

এই সর্ব ভারতীয় পদটিতে এবার তিন তিনজন সহ সভাপতির সঙ্গেই যুক্ত হল চতুর্থ নাম আর সেই নাম হল পার্থ চট্টোপাধ্যায়।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে