দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতাল থেকে মঙ্গলবার ছাড়া পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থকে ফের নিয়ে যাওয়া হয়েছে প্রেসিডেন্সি সংশোধনাগারে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আপাতত তাঁকে আলাদা করে কোনও নতুন পরীক্ষা করাতে হয়নি। তবে আগের মতোই নিয়মিত কিছু শারীরিক পরীক্ষা চলবে। গত ২০ জানুয়ারি পার্থ জেলে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু সেখানে সুস্থ হতে না পারার অভিযোগ তুলে তিনি আদালতে বেসরকারি হাসপাতালে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে শর্ত দেয় যে, সমস্ত চিকিৎসার খরচ তাঁকেই বহন করতে হবে। এরপর ২৮ জানুয়ারি রাতেই তাঁকে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
গত ১৪ ফেব্রুয়ারি হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, পার্থ এখন সুস্থ এবং হাসপাতাল থেকে ছাড়া যেতে পারেন। চার দিন পরই তাঁকে ছেড়ে দেওয়া হলো এবং আবারও ফিরিয়ে নিয়ে যাওয়া হলো সংশোধনাগারে।
২০২২ সালের ২২ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। ইডি ও সিবিআই— উভয় সংস্থার হেফাজতে গিয়েছেন তিনি। এর আগে অসুস্থতার কারণে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। এবার ফের জেলে ফিরলেন প্রাক্তন মন্ত্রী।