অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে দলের নাম উধাও, মেটার কাছে অভিযোগ

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজে দলীয় পরিচয় গায়েব হয়ে যাওয়ার ঘটনায় মেটা কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়েছে। অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু মেটাকে একটি আইনি নোটিস পাঠিয়েছেন, যেখানে দাবি করা হয়েছে যে, তাঁর ফেসবুক পেজে তথ্য ‘অবাঞ্ছিতভাবে’ বদল করা হয়েছে।

দু’দিন আগেই দেখা গিয়েছিল, অভিষেকের ফেসবুক পেজের ‘বায়ো’ থেকে তৃণমূল কংগ্রেসের নাম উধাও হয়ে গেছে। সেখানে শুধুমাত্র সাংসদ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পরিচয় লেখা ছিল। তবে তাঁর ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডলে দলীয় পরিচয় যথাস্থানেই ছিল। এই পরিবর্তন ঘিরে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়, বিশেষত তৃণমূলের অন্দরের বর্তমান সমীকরণকে মাথায় রেখে।

প্রথমে পরামর্শদাতা সংস্থা আইপ্যাক জানিয়েছিল, অভিষেকের ফেসবুক পেজে সরাসরি ‘বায়ো’-তে না থাকলেও, দলের নামের ‘হাইপার লিঙ্ক’ সংযুক্ত ছিল। কিন্তু এখন মেটার কাছে সরাসরি অভিযোগ জানানোর ফলে নিশ্চিত হওয়া গিয়েছে যে, পেজের তথ্য বদল করা হয়েছিল।

এই ঘটনা অভ্যন্তরীণ বা প্রযুক্তিগত কোনও ত্রুটির কারণে ঘটেছে, নাকি অন্য কোনও উদ্দেশ্যপ্রণোদিত কারণে, তা খতিয়ে দেখা হচ্ছে। তৃণমূলের অন্দরেও বিষয়টি নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক