ভোটার তালিকার ‘এসআইআর’ নিয়ে দলীয় প্রস্তুতি, ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

রাজ্যে ভোটার তালিকা সংশোধন নিয়ে এখনও কোনও ঘোষণা না এলেও, বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে রাজনৈতিক তাপমাত্রা ক্রমেই চড়ছে। এই পরিস্থিতিতে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৮ আগস্ট বিকেল ৪টেয় ভার্চুয়ালি হবে এই বৈঠক। তাতে উপস্থিত থাকবেন তৃণমূলের সমস্ত জেলা সভাপতি, শাখা সংগঠনের প্রধান, বিধায়ক ও পঞ্চায়েতস্তরের জনপ্রতিনিধিরা।

দলীয় সূত্রে জানা গিয়েছে, ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে কী করণীয়, কীভাবে প্রস্তুতি নিতে হবে—এসব বিষয়েই দলীয় নেতাদের দিকনির্দেশ দেবেন অভিষেক। এর আগে এসআইআর প্রসঙ্গে অভিষেক বিজেপিকে আক্রমণ করে বলেছিলেন, “দুই কোটি ভোটার বাদ যাবে—এমন কথার ভিত্তি কোথায়? দু’জনের নাম বাদ দিয়ে দেখাক, তাহলেই বুঝিয়ে দেব কত ধানে কত চাল।”

সূত্রের খবর, ভোটার তালিকা সংশোধনের সময় যাতে কোনও প্রকৃত ভোটারের নাম বাদ না যায়, তার জন্য দলীয় প্রতিনিধি ও কর্মীদের বিশেষভাবে সতর্ক হতে বলবেন অভিষেক। ওই বৈঠকের আগে ৪ আগস্ট থেকে জেলাভিত্তিক সাংগঠনিক বৈঠকেও অংশ নেবেন তিনি। তাতে জেলা নেতৃত্বকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা সংক্রান্ত দলীয় অবস্থান স্পষ্ট করা হবে বলেই জানা গিয়েছে।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?