প্রথম পাতা খবর দীর্ঘ অপেক্ষার অবসান, ১১ জুলাই থেকে যাত্রী পরিষেবা শুরু হচ্ছে শিয়ালদহ মেট্রো স্টেশনে

দীর্ঘ অপেক্ষার অবসান, ১১ জুলাই থেকে যাত্রী পরিষেবা শুরু হচ্ছে শিয়ালদহ মেট্রো স্টেশনে

331 views
A+A-
Reset

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সম্ভব্য ১১ জুলাই থেকে যাত্রী পরিষেবা শুরু হচ্ছে শিয়ালদহ মেট্রো স্টেশনে। সোমবার থেকেই যাত্রী পরিষেবা চালু হয়ে যেতে পারে শিয়ালদহ মেট্রো স্টেশনের। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি উদ্বোধন করতে পারেন এই পরিষেবার। অথবা রেল মন্ত্রকের অনুমতি নিয়েই যাত্রী পরিষেবা শুরু করে দেওয়া হতে পারে৷ আপাতত তাই চরম ব্যস্ততা মেট্রো ভবন, মেট্রো নির্মাণকারী সংস্থার অন্দরে।

রেলমন্ত্রকের অনুমতি নিয়েই যাত্রী পরিষেবা শুরু করে দেওয়া হতে পারে৷ তাই চরম ব্যস্ততা মেট্রো ভবন এবং মেট্রো নির্মাণকারী সংস্থার অন্দরে। মন্ত্রীর ঘনিষ্ঠমহলের পক্ষ থেকে জানান হয়েছে, শিয়ালদহ মেট্রো স্টেশন উদ্বোধনের প্রস্তাব এসেছে। কিন্তু শুক্রবার রাত পর্যন্ত মন্ত্রীর চূড়ান্ত সফরসূচি নির্ধারিত হয়নি।

গত ২৫ জুন কমিশনার অফ রেলওয় সেফটির তরফ থেকে ছাড়পত্রের মেয়াদ শেষ হয়। তারপর পুনরায় মেট্রোরেল কর্তৃপক্ষের তরফ থেকে অনুমোদন চাওয়া হয়। ১ জুলাই কমিশন অফ রেলওয়ে সেফটি পুনরায় শিয়ালদহ মেট্রো স্টেশনের ছাড়পত্র দেয়। তাতে উল্লেখ করা হয় আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে চালু করতে হবে শিয়ালদহ মেট্রো পরিষেবা। ৩ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে চালানো শুরু হয়েছিল মেট্রোরেক। মেট্রো রেল সূত্রে খবর, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার থেকে চালু হতে পারে শিয়ালদহ মেট্রো পরিষেবা।

আরও পড়ুন :

ক্যানিংয়ে ৩ তৃণমূল নেতা খুনে প্রথম গ্রেফতার ১

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত অমরনাথ গুহার কাছের এলাকা, মৃত ১৫, নিখোঁজ বহু

দুষ্কৃতীর গুলিতে নিহত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী, শিনজো আবের মৃত্যুতে মর্মাহত মোদী

জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গুলি, হাসপাতালে শিনজো, দেখুন সেই মুহূর্তের ভিডিয়ো

মধ্যরাতে লন্ডনের রাস্তায় সৌরভের তুমুল নাচ

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.