২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি যৌথ কৌশল তৈরি করতে শুক্রবার বৈঠক করছে ১৬টি বিরোধী দলের শীর্ষ নেতৃত্ব। বৈঠকে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, উদ্ধব ঠাকরে, সীতারাম ইয়েচুরি, অখিলেশ যাদব প্রমুখ। অন্য দিকে, বিরোধীদের এই বৈঠক নিয়ে কটাক্ষ ছুড়ে দিচ্ছেন বিজেপি নেতারা।
বিহারের পটনায় বিজেপি অফিসের বাইরে লাগানো হয়েছে পোস্টার। যেখানে ব্যঙ্গ করা হয়েছে বিরোধীদের বৈঠকের। শুধু তাই নয়, কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ‘বাস্তব জীবনের দেবদাস’ হিসেবে দেখিয়ে পোস্টারও সাঁটানো হয়েছে।
বিজেপি সাংসদ রবিশংকর প্রসাদের কটাক্ষ, “২০২৪ সালের জন্য পটনায় বিয়ের শোভাযাত্রা প্রস্তু করছেন। কিন্তু বিয়েতে তো বরও থাকে। সেই বর (প্রধানমন্ত্রীর পদপ্রার্থী) কে? প্রত্যেকেই নিজেদের বর বলছেন”।
জবাবে কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি বলেছেন, “রবিশঙ্করকে বরের চিন্তা করতে হবে না…আমাদের বর তৈরি আছেন, আপনারা বরযাত্রীদের স্বাগত জানানোর প্রস্তুতি নিন…এই বিরোধী বৈঠক গণতন্ত্রকে বাঁচাতে ঐক্যবদ্ধভাবে আওয়াজ তোলার জন্য”।