ডেস্ক: বালুরঘাট শহরের নিজের পাড়ার ক্লাব মৈত্রী চক্রে সস্ত্রীক অষ্টমীর দিলেন সুকান্ত মজুমদার। ছেলের সঙ্গে ক্যাপ ফাটালেন বিজেপি-র রাজ্য সভাপতি।সকাল থেকেই তিনি ছিলেন ফুরফুরে মেজাজে। তিনি বিজেপির রাজ্য সভাপতি হলেও এলাকার সাংসদও বটে। তাই তাঁকে ঘিরে থাকেন এলাকার মানুষজনও। নানা কথাবার্তা বলেন তিনি। গত ১২ অক্টোবর তিনি কলকাতা থেকে বালুরঘাটে নিজের বাড়িতে চলে আসেন। এখানেই আজ স্ত্রী ও ছেলেকে নিয়ে পাড়ার পুজো মণ্ডপে অঞ্জলি দিতে পৌঁছে যান বিজেপি রাজ্য সভাপতি।
তিনি বলেন, পুজোর কটা’দিন কোন দলীয় কাজ নয়, শুধুমাত্র বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শন এবং সাধারণ মানুষের সঙ্গে দেখা করছেন তিনি। সেখানেই বাড়াবেন জনয়ংযোগ বলে জানালেন সুকান্ত মজুমদার।
আরও পড়ুন: মহাষ্টমীর সকালে বাংলায় টুইট করে দুর্গা পুজোর শুভেচ্ছা জানালেন মোদী
অঞ্জলি দিয়ে মায়ের কাছে সকলের শুভকামনা প্রার্থনা করেন। তা কী প্রার্থনা করলেন? সুকান্তবাবুর কথায়, “মায়ের কাছে একটাই জিনিস চেয়েছি। পশ্চিমবঙ্গে যেন শান্তি-শৃঙ্খলা বজায় থাকে। রাজনৈক হিংসা যেন পশ্চিমবাংলার বুক থেকে মুছে যায়। কেউ ভিন্ন মত, ভিন্ন দল করার জন্য, কাউকেও যেন আরেক দলের হাতে আক্রান্ত হতে না হয়। পশ্চিমবঙ্গের রাজনীতির যে খারাপ একটা দিক উঠে এসেছে বিগত বেশ কয়েক বছর ধরে, আমরা যেন তা আস্তে আস্তে পেরিয়ে আসি।”