ভাঙড়ে লাগাতার হিংসার দায় বিরোধীদের: মমতা

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির শেষ দিন ছিল শুক্রবার। এ দিন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে নামখানার ইন্দিরা ময়দানে বক্তৃতা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে মমতার দাবি, এ বার ভাঙড়ে যে লাগাতার হিংসার ঘটনা হয়েছে তার দায় বিরোধীদেরই।

মুখ্যমন্ত্রী বলেন, “আমি একটা চ্যালেঞ্জ করতে চাই আপনাদের, কোনো রাজ্য দেখান, এত নমিনেশন, কোনো দিন এত শান্তিপূর্ণভাবে দিতে পেরেছি কিনা! ভাঙড়ের ঘটনা তো, কিছু গুন্ডা করেছে, মারা গিয়েছে আমার ২ সহকর্মী। ভাঙড়ের ঘটনা তৃণমূল কংগ্রেস করেনি”।

সভা থেকে বিজেপি, কংগ্রেস, সিপিএমকে একই বন্ধনীতে রেখে আক্রমণ শানিয়েছেন তিনি। তাঁর আক্রমণের নিশানা থেকে বাদ পড়েনি আইএসএফ-ও। তবে সেখানকার একটি দল মানুষকে প্ররোচিত করেছে বলে অভিযোগ করলেও, নির্দিষ্ট কোনো দলের নাম করেননি তিনি।

পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে মমতার বক্তব্য, “সারা বাংলাতে কেন্দ্রীয় ফৌজ দাও। বাম-রাম-শ্যাম, আর কিছু গুন্ডারা…এই চারটে পার্টি এক হয়ে রোজ গিয়ে অভিযোগ, তৃণমূল চুলকোচ্ছে, তৃণমূল রাম চিমটি দিচ্ছে, তৃণমূল শ্যাম চিমটি দিচ্ছে, তৃণমূল দে চিমটি দিচ্ছে। দুটো ঘটনা ঘটেছে, তার জন্য কেন্দ্রীয় সরকার উঁচিয়ে বসেই আছে, ডান্ডা দিয়ে লোক পেঠাও, গুলি দিয়ে মার। সারা বাংলায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে এস”।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক