পেগাসাস কাণ্ড: প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানালেন রাহুল

ডেস্ক: পেগাসাস কাণ্ডে তৃণমূলের পর কেন্দ্রের উপর চাপ বাড়াতে এবার আসরে কংগ্রেসও। শুক্রবার সংসদ ভবনের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে ধর্না দেন কংগ্রেস সাংসদরা। ইজরায়েলী স্পাইওয়্যারের মাধ্যমে তাঁর ফোনও হ্যাক করা হয়েছিল, এই বিস্ফোরক অভিযোগ তুলেছেন রাহুল। এই অভিযোগে, সুপ্রিম কোর্টের নজরদারিতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি জানালেন কংগ্রেস সাংসদ।


সংসদের বাদল অধিবেশনে ঝড় তুলছেই পেগাসাস কাণ্ড। তৃণমূলের পর শুক্রবার কেন্দ্রের উপর চাপ বাড়াল কংগ্রেস। আর তাতে অগ্রণী ভূমিকায় দেখা গেল রাহুল গান্ধীকে। সেখানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, অধীর চৌধুরীর নেতৃ্ত্বে প্রতিবাদে শামিল হন সব সাংসদ। সেখান থেকেই প্রতিবাদে সুর চড়ান রাহুল গান্ধী।


ইজরায়েলি সফ্টওয়্যার ‘পেগাসাস’-এর মাধ্যমে গুপ্তচরবৃত্তির অভিযোগে কংগ্রেস দল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। রাহুল গান্ধী বলেছিলেন যে পেগাসাস দেশের প্রতিষ্ঠান এবং গণতন্ত্রের বিরুদ্ধে ব্যবহৃত একটি অস্ত্র।

আরও পড়ুন: বাদল অধিবেশন থেকে সাসপেন্ড তৃণমূল সাংসদ শান্তনু সেন


সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাহুল গান্ধীবলেন, ‘আমার ফোনেও আড়ি পাতা হয়েছে। শুধু এই ফোনটা নয়, আমার সমস্ত ফোনে নজরদারি চলছে। যদিও আমি ভীত নই। কারণ চোর বা দুর্নীতিগ্রস্থ মানুষরা ভয় পায়। যদি আপনি এদের কোনটাই না হন, তবে ভয় পাওয়ার কোনও কারণ নেই।’ তিনি আরও বলেন, ‘আমি মানুষের হয়ে আওয়াজ তুলছি। এটা মানুষের কথা বলা অধিকারে আক্রমণ”।


তিনি এও বলেন, ”ইজরায়েলের তৈরি এই স্পাইওয়্যারটি জঙ্গিদের উপর নজরদারি চালানোর জন্য ব্যবহার করা হয়। কিন্তু ভারতে তা বিরোধী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্তদের উপর ব্যবহার করছে মোদি সরকার। আমার ফোনও হ্যাক করা হয়েছিল। আমার কয়েকজন বন্ধুকে ফোন করে এই তথ্য জানানো হয়েছে। আর এটা হচ্ছে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই।স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত হওয়া উচিত।”

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক