প্রথম পাতা খবর ভবানীপুরে সন্ত্রাস করতে এলে মেদিনীপুর-বারাকপুরের নেতাদের পা ভাঙবে মানুষ: ফিরহাদ

ভবানীপুরে সন্ত্রাস করতে এলে মেদিনীপুর-বারাকপুরের নেতাদের পা ভাঙবে মানুষ: ফিরহাদ

308 views
A+A-
Reset

ডেস্ক: আজ সকালেই ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট প্রচারে যান রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। আর সেই প্রচারে গিয়ে নাম না করেই তৃণমূল বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে আক্রমণ শানালেন তিনি। নন্দীগ্রামের কথা উল্লেখ করে ফের একবার সামনে আনলেন ভোটে কারচুপির অভিযোগ। 


নাম না করে শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিংকে নিশানা করেন তিনি। প্রসঙ্গত, ভবানীপুর উপনির্বাচনে বিজেপির তারকা প্রচারক শুভেন্দু অধিকারী এবং ভবানীপুর কেন্দ্রের দায়িত্বে রয়েছেন অর্জুন সিং। ফিরহাদ হাকিম (Firhad Hakim)-এর হুঁশিয়ারি, “ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় হারেননি। সেখানে সন্ত্রাস হয়েছে। মেদিনীপুর-বারাকপুরের নেতারা যদি ভাবনীপুরে রিগিং, কারচুপি, সন্ত্রাস করতে আসেন, তবে মানুষ তাঁদের পা ভেঙে দেবেন।” 

আরও পড়ুন: ‘চারদিকে যে সন্ত্রাস হচ্ছে তাকে বন্ধ করতে হবে’, বরিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে মমতাকে তোপ প্রিয়ঙ্কার


পরিবহণমন্ত্রী বলেন, ‘‌মা দুর্গার রূপে মমতা বন্দ্যোপাধ্যায় অসুরদের বধ করেছেন। এবার ভারতে অসুররাজকে বধ করতে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। মানবতার স্বার্থে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন। ২১৩টি কেন্দ্রে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছেন।’‌ আগামী ৩০ সেপ্টেম্বর এই কেন্দ্রে উপনির্বাচন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.