রক্ষাকবচ পেলেন না পার্থ, ডিভিশন বেঞ্চে খারিজ মন্ত্রীর আবেদন

রক্ষাকবচের আবেদন খারিজ করল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। এদিন ডিভিশন বেঞ্চ জানায়, “বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ রাজ্য বা তদন্তকারীদের কাছে বাধ্যতামূলক হবে না।” এসএসসি দুর্নীতি মামলায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রইল।

হাইকোর্টের সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন পার্থ, রক্ষাকবচের আবেদন করেছিলেন মন্ত্রী। সেই আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের হাত আরও শক্ত করল ডিভিশন বেঞ্চ। পাশাপাশি, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণই বজায় রাখল আদালত। পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যাযের পর্যবেক্ষণে বলা হয়েছিল, পার্থ চট্টোপাধ্যায়কে সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি ভেবে দেখুন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল। সেই অংশটি নিয়েও আপত্তি তুলেছিলেন পার্থর আইনজীবীরা। ডিভিশন বেঞ্চ সেই আপত্তি মানল না। আদালতের তরফ থেকে বলা হল, এই অংশটি বাধ্যতামূলক নয়, তবে এই অংশটি বাদও যাচ্ছে না।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে