Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
ডিজেলের সেঞ্চুরি রাজ্যে, কলকাতায় সেঞ্চুরির দোরগড়ায় - NewsOnly24

ডিজেলের সেঞ্চুরি রাজ্যে, কলকাতায় সেঞ্চুরির দোরগড়ায়

রাজ্যে এবার সেঞ্চুরি করে ফেলল ডিজেল এর মূল্য। অনেকদিন ধরেই সেঞ্চুরির দরজায় আটকে ছিল ডিজেলের দাম। অবশেষে মঙ্গলবার হল সেই অসাধ্য সাধন। এদিন দার্জিলিং, পুরুলিয়া সহ রাজ্যের মোট ছয়টি জেলায় একশোর গণ্ডি অতিক্রম করল ডিজেল। যদিও কলকাতায় এখনও সেঞ্চুরির একদম মুখে দাঁড়িয়ে ডিজেলের দাম। লিটার প্রতি ৮০ পয়সা বেড়ে এখন শহরের আইওসি–র পাম্পে তা বিক্রি হচ্ছে ৯৯.০২ টাকায়।

অপরদিকে, এদিন লিটার প্রতি পেট্রল এর মূল্য যাচ্ছে ১১৪.২৮ টাকা। এদিন লিটারে পেট্রলের দাম বেড়েছে ৮৩ পয়সা। মঙ্গলবার ভোর ৬টা থেকে কার্যকর হয়েছে এই দাম। এটা ঘটনা, প্রায় সাড়ে চার মাসের বিরতির পর গত ১৫ দিনে কয়েক ধাক্কায় ৯ টাকা ২০ পয়সা বাড়ল পেট্রল–ডিজেলের দাম। যার প্রভাব পড়েছে বাজারে। অগ্নিমূল্য শাক–সবজি।

জ্বালানির এই মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্র বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির কথা বললেও মানতে নারাজ বিরোধীরা। তবে এটা ঘটনা, স্থানীয় সরকারের চাপানো করের ভিত্তিতে বিভিন্ন রাজ্যে জ্বালানির দাম বদলায়। তার ভিত্তিতেই এই মুহূর্তে মুম্বইয়ে জ্বালানি তেলের দাম সবচেয়ে বেশি। দেশের বাণিজ্য নগরীতে পেট্রলের দাম ১১৯.৬৭ টাকা এবং ডিজেল ১০৩.৯২ টাকা। দিল্লিতে পেট্রলের দাম লিটারে ১০৪.৬১ টাকা এবং ডিজেল ৯৫.৮৭ টাকা।

পেট্রোল ডিজেলের লাগাতার মূল্য বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে আমাদের নিত্যদিনের জীবনে। বাজারে সব জিনিসের দাম বাড়তে শুরু করেছে হু হু করে। শাক-সবজি থেকে শুরু করে মাছ, মাংস সব কিছুর দামের উপরেই সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে। বাজারে গেলেই পকেটে ছ্যাকা খাচ্ছেন আমজনতা। এর আগে যখন পেট্রোল ডিজেলের দাম লাগামছাড়া হয়েছিল, তখন পরিস্থিতি যে দুর্বিষহ হয়ে উঠেছিল, তা এখনও ভোলেনি সাধারণ মানুষ। বাস ভাড়া নিয়ে এক তুমুল সমস্যা তৈরি হয়েছিল কলকাতার রাস্তায়। বর্তমানে রাজ্য সরকার সেই বাস ভাড়ার সমস্যায় কিছুটা প্রলেপ লাগিয়ে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও, বাস্তব চিত্রটা বার বার বেআব্রু হয়েছে। এখনও মাঝে মধ্যেই পরিবহন মন্ত্রীর সঙ্গে বাস ভাড়া সংক্রান্ত বিষয়ে বৈঠকে বসেন শহরের বাস মালিক সংগঠনগুলির প্রতিনিধিরা। অর্থাৎ, জ্বালানি তেলের লাগামছাড়া দামের সেই ধাক্কা এখনও কাটিয়ে ওঠা যায়নি।

শুধু বাস ভাড়াই নয়, হলদু ট্যাক্সি থেকে শুরু করে অ্যাব ক্যাব, সবেতেই নাজেহাল হতে হয়েছে আমজনতাকে। যে যার নিজের মতো ভাড়া হেঁকেছেন। অ্যাপ ক্যাব বুক করতে গিয়েও অনেক ঝক্কি পোহাতে হয়েছে। এই সবের মধ্যেই ফের একবার সেই দুর্বিষহ অবস্থার কথা মনে করিয়ে দিচ্ছে লাগাতার মূল্যবৃদ্ধি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন অবশ্য সংসদে জানিয়েছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির জন্য তেলের দাম বাড়ছে। উল্লেখ্য, গোটা বিশ্বের সাপ্লাই চেন ব্যাহত হয়েছে যুদ্ধের জন্য। বহু দেশে অনেক আগে থেকেই পেট্রোল ডিজেলের দাম বাড়তে শুরু করেছিল। এবার সেই ধাক্কা এসে পড়েছে ভারতেও।

Related posts

অসুস্থ টুটু বোসের এসআইআর শুনানি বাড়িতেই, পরিবারকে হাজিরার নির্দেশ—সমালোচনার মুখে কমিশনের সাফাই

বাঁকুড়ায় ফর্ম-৭ বোঝাই গাড়ি ঘিরে রহস্য, আটকাল তৃণমূলকর্মীরা, আটক ২ বিজেপি কর্মী

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রাজ্য অন্তর্বর্তী বাজেট, ২০২১-এর মতো মুখ্যমন্ত্রীই কি পেশ করবেন?