গরমের সঙ্গেই জ্বালাচ্ছে জ্বালানি! ১২ দিনে ১০ বার মূল্যবৃদ্ধি

একদিকে যখন মার্চের শুরু থেকেই গরমের দাবদাহের কারণে প্রায় জ্বলছে গোটা বাংলা, ঠিক তখনই জ্বালানির জ্বালাতেও ভালোমত জ্বলছে জনতা, সামাজিক মাধ্যমে এই ধরণের মিম ছড়িয়ে পড়েছে। আর হবে নাই বা কেন? শেষ ১২ দিনে ১০ বার বাড়ল পেট্রল-ডিজেলের দাম। শনিবার লিটার প্রতি পেট্রলের দাম বাড়ল ৮৪ পয়সা এবং ডিজেল বেড়েছে ৮০ পয়সা। এর ফলে নাভিশ্বাস উঠছে আম জনতার।

শনিবার কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম বেড়ে হয়েছে ১১২ টাকা ১৯ পয়সা এবং ডিজেলের ৯৭ টাকা ২ পয়সা। পাশাপাশি রাজ্যের জেলায় জেলায় দাম বেড়েছে যথারীতি। দেশের রাজধানী দিল্লিতে পেট্রল বিক্রি হচ্ছে ১০২ টাকা ৬১ পয়সা দরে। আর ডিজেলের দাম ৯৩ টাকা ৮৭ পয়সা। তবে বাণিজ্যনগরী মুম্বইয়ে সবচেয়ে বেশি মহার্ঘ্য জ্বালানি তেল।

গত বছর দীপাবলির সময় জ্বালানির উপর উৎপাদন শুল্ক ছাঁটাই করেছিল কেন্দ্রীয় সরকার। এরপর একটানা ১৩৭ দিন দাম বাড়েনি পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের। কিন্তু উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোট মিটতেই ফের উর্ধমুখী জ্বালানির দাম। বিগত ১২ দিনে ১০ বার বাড়ল দাম। দু’বার বৃদ্ধি পেয়েছে রান্নার গ্যাসের দাম। এই নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো সরব হলেও নীরব কেন্দ্রীয় সরকার। যার ফল ভুগতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন