মুকুল ছিল দলের পাপ, বিদায় হয়ে ভালোই হয়েছে : অর্জুন

মানসিক ও শারীরিক ভারসাম্যহীন মুকুল রায় ছিল দলের বোঝা। ওই পাপ বিদায় হয়েছে, এতে দলের ভালোই হয়েছে। নদিয়ায় দলের সাংগঠনিক বৈঠকে উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের মুকুল সংক্রান্ত প্রশ্নের উত্তরে এই ভাষাতেই জবাব দিলেন বিজেপি নেতা তথা সাংসদ অর্জুন সিংহ।

সম্প্রতি রাজ্যের পুরসভা নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। আর তার পরই জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে ভোটের প্রস্তুতি। প্রায় সব পুরসভায় এই মুহূর্তে সাজো সাজো রব। বাদ নেই নদিয়া জেলাও। রাজ্যের বুকে যে কয়েকটি স্থানে এখনও বিরোধী দল হিসেবে কিছু ভোট ব্যাংক বেঁচে রয়েছে বিজেপির, নদিয়া জেলা তার মধ্যে অন্যতম।

এহেন নদিয়া জেলায় পৌরসভা ভোটের প্রস্তুতিপর্ব দেখতে এদিন নদিয়া উত্তরে উপস্থিত হয়ে ছিলেন বিজেপি নেতা তথা সাংসদ অর্জুন সিংহ। সেখানেই বৈঠকের শেষে কৃষ্ণনগরের বর্তমান বিধায়ক মুকুল রায় সম্পর্কে প্রশ্নের মুখে মুকুলকে দলের বোঝা ও পাপ বলে অভিহিত করলেন অর্জুন।

এছাড়াও আগামী পুর নির্বাচন নিয়ে অর্জুনের মন্তব্য, “আমরা রাজ্যের শাসক দলকে এক ইঞ্চিও জমি ছেড়ে দেব না। প্রতিটা ওয়ার্ডেই আমাদের প্রার্থী থাকবে। আর আমাদের কর্মীদের বলব, আরও বেশি করে মাঠে ময়দানে নামতে এবং তৃনমূলের অত্যাচার রুখে দিতে। রাজ্যের পুলিশ প্রশাসন শাসক দলের হয়ে কাজ করছে। তবে তার পরেও আমরা লড়াই এর ময়দানে এক ইঞ্চি জমি ছাড়বো না।”

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক