প্রথম পাতা খবর ঢাকায় স্কুলের উপর ভেঙে পড়ল যুদ্ধবিমান, মৃত ১৯, আহত ১৬৪

ঢাকায় স্কুলের উপর ভেঙে পড়ল যুদ্ধবিমান, মৃত ১৯, আহত ১৬৪

118 views
A+A-
Reset

সোমবার দুপুরে ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর ভেঙে পড়ল বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন। আহত হয়েছেন আরও ১৬৪ জন।

বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এফটি-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমানটি কুর্মিটোলার এ কে খন্দকার ঘাঁটি থেকে উড়েছিল দুপুর ১টা ৬ মিনিটে। উড্ডয়নের পরই যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে বিমানটি।

আইএসপিআরের বিবৃতি অনুযায়ী, বড়সড় বিপর্যয় এড়াতে বিমানচালক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেন জনবসতি এড়িয়ে বিমানটি অন্যত্র নিয়ে যেতে। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি দিয়াবাড়ির মাইলস্টোন কলেজের একটি দুইতলা ভবনে আছড়ে পড়ে।

বিমান বিধ্বস্তের পরপরই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত উদ্ধারকাজে নামে ফায়ার সার্ভিস, সেনা ও বিমান বাহিনীর সদস্যরা। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমানের দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.