দেশজুড়ে পালিত হচ্ছে ৭৩তম প্রজাতন্ত্র দিবস। এই উপলক্ষ্যে দিল্লিতে হচ্ছে বর্ণাঢ্য কুচকাওয়াজ। এবারের এই অনুষ্ঠান হচ্ছে সব রকম কভিদ বিধি কে মাথা রেখে এবং কম সংখ্যক দর্শকের উপস্থিতিতে।
বুধবার দিল্লিতে এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী মোদী সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা।
একইসঙ্গে উপস্থিত থাকছে বিরোধী রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃত্ব। উপস্থিত থাকছেন সমাজের বেশ কিছু বিশিষ্ট জন। পাশাপাশি উপস্থিত থাকছেন বিদেশ থেকে আগত অনেক অতিথি ও অভ্যাগতরাও।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজধানী দিল্লিকে। ২৬ জানুয়ারি প্যারেড শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে। এদিন প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী টুইট করে লিখেছেন ‘ জয় হিন্দ ‘ । আর এই বিশেষ দিন উপলক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর টুইট, “দেশের গণতান্ত্রিক কাঠামোর পিলার হিসেবে দেশের সমস্ত মানুষকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই”