জিএসটি ২.০ সংস্কার কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে রবিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নবরাত্রির শুভেচ্ছা জানিয়ে ভাষণ শুরু করে তিনি বলেন, “আগামীকাল শুরু হচ্ছে শক্তির আরাধনার উৎসব নবরাত্রি। একই সঙ্গে শুরু হচ্ছে জিএসটি সেভিংস ফেস্টিভ্যাল। দেশের সাধারণ মানুষের সঞ্চয় বাড়বে, নিজের পছন্দের জিনিস সহজে কিনতে পারবেন।”
প্রধানমন্ত্রী জানান, এই জিএসটি সংস্কার থেকে দেশের গরিব, মধ্যবিত্ত, তরুণ প্রজন্ম, মহিলা এবং ব্যবসায়ীরা বিশেষভাবে উপকৃত হবেন। কর কাঠামো সহজ করার মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমবে, সাশ্রয় হবে সাধারণ মানুষের।
তিনি আরও বলেন, “এই সংস্কার ভারতের প্রবৃদ্ধির গতি আরও বাড়াবে। ‘Ease of Doing Business’ নিশ্চিত করবে, নতুন বিনিয়োগ আকর্ষণ করবে এবং প্রতিটি রাজ্যকে সমানভাবে দেশের উন্নয়নের অংশীদার করবে।”
অতীতে নোটবন্দি থেকে শুরু করে লকডাউনের মতো বড় সিদ্ধান্ত ঘোষণা হয়েছে প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের মঞ্চ থেকে। তাই এবারও মোদীর বার্তায় নতুন অর্থনৈতিক দিগন্তের প্রত্যাশায় নজর গোটা দেশের।