প্রথম পাতা খবর ‘ষড়যন্ত্রকারীরা রেহাই পাবে না’! দিল্লি বিস্ফোরণ নিয়ে কড়া বার্তা প্রধানমন্ত্রীর

‘ষড়যন্ত্রকারীরা রেহাই পাবে না’! দিল্লি বিস্ফোরণ নিয়ে কড়া বার্তা প্রধানমন্ত্রীর

55 views
A+A-
Reset

ভুটান সফরেই দিল্লি বিস্ফোরণ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় ভয়াবহ বিস্ফোরণে ১২ জনের মৃত্যু ও ২০ জনেরও বেশি আহত হওয়ার পর মঙ্গলবার সকালেই দুই দিনের সফরে ভুটানের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

ভুটানে পৌঁছেই তিনি জানিয়ে দেন, ষড়যন্ত্রকারীরা “রেহাই পাবে না” এবং তদন্তকারীরা “ঘটনার শিকড় পর্যন্ত পৌঁছবে।”

“ষড়যন্ত্রকারীরা রেহাই পাবে না”— প্রধানমন্ত্রীর কড়া বার্তা

ভুটান সফরে প্রথম বক্তব্যে মোদি বলেন, “আজ আমি এখানে অত্যন্ত ভারী মন নিয়ে এসেছি। কাল সন্ধেয় দিল্লিতে হওয়া ভয়াবহ ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ। আমি আক্রান্তদের পরিবারের যন্ত্রণা বুঝি। গোটা দেশ তাঁদের পাশে আছে। গত রাত পর্যন্ত আমি তদন্তে যুক্ত সব এজেন্সি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। আমাদের সংস্থাগুলি এই ঘটনার শিকড় পর্যন্ত পৌঁছবে। ষড়যন্ত্রকারীরা রেহাই পাবে না।”

এই বক্তব্যের মধ্য দিয়েই তিনি স্পষ্ট বার্তা দেন— রাজধানী কাঁপানো হামলার পেছনের হাত যেই হোক, কেউ পার পাবে না।

ভুটান সফরে ভারতের বন্ধুত্বের বার্তাও

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী মোদির বিমান ভুটানের উদ্দেশে রওনা দেয়। পৌঁছে তিনি এক্স (X)-এ পোস্ট করে জানান, “ভুটানে অবতরণ করেছি। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনার জন্য প্রধানমন্ত্রী টোবগের প্রতি কৃতজ্ঞতা। এই সফর আমাদের দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার গভীর বন্ধনকে আরও মজবুত করবে।”

তিনি আরও লেখেন, “বিশ্বাস, সদিচ্ছা এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি সময়-পরীক্ষিত অংশীদারিত্ব রয়েছে ভারত ও ভুটানের মধ্যে।”

ভুটান সফরে প্রধানমন্ত্রী অংশ নেবেন ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংগে ওয়াংচুকের ৭০তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে। পাশাপাশি, তিনি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে-র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং পুনাতসাংচু-২ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করবেন, যা দুই দেশের বিদ্যুৎ সহযোগিতায় নতুন অধ্যায় সূচনা করবে বলে মনে করা হচ্ছে।

বিস্ফোরণে মৃত বেড়ে ১২, আহত ২০

এদিকে, দিল্লির ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২। আহত হয়েছেন ২০ জনেরও বেশি, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, মৃতদের বেশিরভাগই ঘটনাস্থলের কাছাকাছি থাকা দোকান ও যাত্রী ছিলেন।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ মঙ্গলবার বলেন, “দিল্লির লালকেল্লার সামনে হওয়া বিস্ফোরণ অত্যন্ত মর্মান্তিক। দোষীদের কাউকেই রেয়াত করা হবে না। প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে।”

তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তদন্তে সহযোগিতার আশ্বাস দেন।

এনআইএ, দিল্লি পুলিশ স্পেশাল সেল ও ইন্টেলিজেন্স ব্যুরো ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
দেশজুড়ে উচ্চ সতর্কতা জারি হয়েছে — মুম্বই, কলকাতা, হায়দরাবাদ, বেঙ্গালুরু, জয়পুর ও লখনউ-সহ একাধিক শহরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.