শুক্রবার বিকেলেই কলকাতার জন্য নতুন অধ্যায় রচনা হতে চলেছে মেট্রো রেলের ইতিহাসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন একসঙ্গে তিনটি নতুন রুট— অরেঞ্জ লাইনে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর, গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ এবং ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে বারাসত। তবে বারাসতের পুরো পথ নয়, আপাতত চালু হবে নোয়াপাড়া, যশোর রোড এবং জয় হিন্দ স্টেশন পর্যন্ত পরিষেবা।
এই প্রকল্পগুলির সূচনা হয়েছিল প্রায় ১৬ বছর আগে, যখন রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেটে অর্থ বরাদ্দ করে সেই সময়েই তিনি কাজ শুরু করিয়েছিলেন। কিন্তু অভিযোগ, পরে কেন্দ্রে বিজেপি সরকার আসার পর প্রকল্পগুলির অর্থ বরাদ্দে ভাঁটা পড়ে। তবুও এবার রাজ্য বিধানসভা ভোটের প্রাক্কালে রাজনৈতিক বার্তা নিয়েই উদ্বোধনে হাজির হচ্ছেন মোদি।
প্রধানমন্ত্রীর সফরের সূচি অনুযায়ী, বিকেল ৪টা ৫ মিনিটে তিনি নামবেন দমদম বিমানবন্দরে। উদ্বোধনের পর সেখানেই হবে তাঁর জনসভা। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে।
তবে এই কর্মসূচিকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে বিজেপির অন্দরে। কারণ, উদ্বোধন ও জনসভার আমন্ত্রণ তালিকায় জায়গা পাননি দলের অন্যতম দাপুটে নেতা দিলীপ ঘোষ। বৃহস্পতিবার এ প্রসঙ্গে দিলীপ বলেন, “আমাকে আমন্ত্রণ করা হয়নি। তাই যেতেও পারি, নাও যেতে পারি। আমি কোথায় যাব, তা আমি নিজেই ঠিক করি।” যদিও পরে তিনি স্পষ্ট করেছেন, দলের নির্দেশ মেনেই কাজ চালিয়ে যাবেন। তবুও তাঁর বাদ পড়া নিয়ে বিজেপির ভেতরে অস্বস্তি বাড়ছে।
সব মিলিয়ে, মমতার ‘স্বপ্নের মেট্রো প্রকল্প’ উদ্বোধনের দিনেই রাজ্যে রেল পরিষেবার বড়সড় আপডেটের পাশাপাশি বিজেপির অন্দরেও শোরগোল তৈরি হয়েছে।