প্রথম পাতা খবর রাশিয়ায় ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী মোদীর

রাশিয়ায় ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী মোদীর

277 views
A+A-
Reset

নয়াদিল্লি: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে রাশিয়ায় দুদিনের সরকারি সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, মঙ্গলবার তিনি ভারতীয় সম্প্রদায়ের উদ্দেশে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রী মোদী প্রথমে রাশিয়ায় ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে বার্তালাপ করবেন। ক্রেমলিনে একটি সেনা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে মস্কোর একটি প্রদর্শনীস্থলে রোসাটম প্যাভিলিয়ন পরিদর্শন করবেন মোদী।

দুই রাষ্ট্রনেতা গতকাল বৈঠক করেন। রাশিয়ার। তাঁরা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে কথা বলেন। এই বৈঠকটি গত এক দশকে প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট পুতিনের মধ্যে ১৬তম বৈঠক। শেষবার, ২০২২ সালে উজবেকিস্তানের সমরকন্দে সাংহাই সহযোগিতা সংস্থা (SCO)-র শীর্ষ সম্মেলনে তাঁদের মুখোমুখি হতে দেখা গিয়েছিল।

২০২২ সালে মস্কো এবং কিভের মধ্যে দ্বন্দ্ব শুরু হওয়ার পর প্রধানমন্ত্রী মোদীর এই প্রথম বার রাশিয়া গিয়েছেন। জানা গিয়েছে, খুব শীঘ্রই দেশে ফিরবেন রুশ সেনাবাহিনীতে কর্মরত সমস্ত ভারতীয় নাগরিক। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনার পর এমনই আশ্বাস পাওয়া গিয়েছে ক্রেমলিনের তরফে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধে রুশ সেনায় সহকারী কর্মী হিসেবে কাজ করছেন বহু ভারতীয়। সূত্রের খবর, দু’দেশের যুদ্ধে কমপক্ষে দু’জন ভারতীয় প্রাণ হারান ৷ সেইসঙ্গে অন্তত ১২ জন এখনও যুদ্ধবিধ্বস্ত এলাকায় আটকে রয়েছেন ৷

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.