374
নয়াদিল্লি: আচমকা কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির আবহে বুধবার পরিস্থিতি এবং জনস্বাস্থ্য প্রস্তুতি পর্যালোচনা করতে একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বুধবার আপডেট হওয়া কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, ভারতে নতুন করে করোনভাইরাস সংক্রমিত হয়েছে ১ হাজার ১৩৪ জন, যেখানে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ২৬।
এ দিন সকাল ৮টায় প্রকাশিত তথ্য অনুসারে, শেষ ২৪ ঘণ্টায় পাঁচ করোনা সংক্রমিতের মৃত্যু হয়েছে। ছত্তীসগঢ়, দিল্লি, গুজরাট, কেরল এবং মহারাষ্ট্রে একজন করে কোভিড আক্রান্তের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সারা দেশে এখনও পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩০ হাজার ৮১৩।
বলে রাখা ভালো, বর্তমানে দেশে দৈনিক করোনা সংক্রমণের হার ১.০৯ শতাংশ। যেখানে এর সাপ্তাহিক হার ০.৯৮ শতাংশ।