প্রথম পাতা খবর ভোট এসে গেছে! দু’দিনের বাংলা সফরে প্রধানমন্ত্রী মোদী

ভোট এসে গেছে! দু’দিনের বাংলা সফরে প্রধানমন্ত্রী মোদী

425 views
A+A-
Reset

কলকাতা: লোকসভা ভোটকে সামনে রেখে বাংলায় আরামবাগ থেকেই প্রচার শুরু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই বাংলায় ৪২ টি আসনের মধ্যে ৩৫ টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন অমিত শাহ। সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আরামবাগে বিজেপির জনসভা মঞ্চ থেকে কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

শুক্রবার দু’দিনের সফরে রাজ্যে আসছেন মোদী। এ দিন হুগলির আরামবাগে প্রধানমন্ত্রীর সভা। বেলা ৩টে নাগাদ তাঁর আরামবাগে পৌঁছনোর কথা। আগামীকাল নদিয়ার কৃষ্ণনগরে সমাবেশ করবেন তিনি।

দু’জায়গাতেই কয়েকটি সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা প্রধানমন্ত্রী। এ দিন কালীপুরের মাঠে বিজেপির সমাবেশে যোগ দেবেন তিনি। সভার শেষে হেলিকপ্টারে প্রধানমন্ত্রী নামবেন কলকাতার আরসিটিসি হেলিপ্যাডে। সেখান থেকে সড়কপথে তাঁর আসার কথা রাজভবনে। আজ রাতে রাজভবনেই থাকবেন তিনি। রাজভবনে রাত্রিবাসের পরে শনিবার কৃষ্ণনগরের সভায় যাবেন। সেখান থেকে বিহারে যাওয়ার কথা প্রধানমন্ত্রীর।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, “প্রধানমন্ত্রী আসছেন। উনি রাত্রিবাসও করবেন। ১ এবং ২ তারিখ এখানে সভা তাঁর। ১ তারিখ আরামবাগে সভা করবেন। দুপুর ৩টে থেকে সেই সভার সময় দেওয়া আছে। পরদিন সকালে নদিয়ার কৃষ্ণনগরে সভা আছে প্রধানমন্ত্রীর। আমার কাছে যা খবর উনি আবার ৫ তারিখে আসবেন। কলকাতায় রাত্রিবাস করতে পারেন। ৬ তারিখ বারাসতে সভা।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.