সন্দেশখালির ঘটনায় গ্রেফতার আরও ২

কলকাতা: উত্তর ২৪ পরগনার ইডি আধিকারিকদের উপর হামলার অভিযোগে গ্রেফতার আরও দু’জন। রবিবার, ঘটনার ন’দিনের মাথায় আরও এদের গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল চার।

রেশন ‘দুর্নীতি’ মামলায় সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি চালাতে যায় ইডি। সেখানে গিয়ে তারা বিক্ষোভের মুখে পড়ে। ঘটনায় প্রকাশ, গ্রামবাসীদের হাতে বেধড়ক মার খেতে হয়েছিল ইডি আধিকারিকদের। অন্য দিকে, ইডি আধিকারিকদের বিরুদ্ধে মহিলা ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে খবর, রবিবার যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের নাম আলি হোসেন ঘরামি ও সঞ্জয় মণ্ডল। মিনাখাঁর খড়িবেরিয়া থেকে আলি হোসেনকে এবং ন্যাজাট থেকে সঞ্জয়কে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে মোখিবুর মোল্লা এবং সুকুমার সর্দার নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেদিনের হামলার ঘটনায় মূলত, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য ভিডিয়ো ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করা হচ্ছে। তবে, ঘটনার পর ন’দিন কেটে গেলেও এখনও অধরা শাহজাহান।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?