পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। গ্রামবাসীদের অভিযোগ, পল্লব নামে ২২ বছরের ওই যুবককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।
মৃতদেহ উদ্ধার ঘিরে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ দেখান স্থানীয়রা। ইটবৃষ্টিতে আহত হন ডিসি অভিষেক গুপ্তসহ কয়েকজন পুলিশকর্মী। পালটা পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, আটক বেশ কয়েকজন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মৃত যুবকের এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক ছিল। সন্দেহ, মহিলার স্বামী তাকে আটকে রাখার পরই এই ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিয়ম মেনেই দেহ উদ্ধার করা হয়েছে, তদন্ত চলছে।